ঢাকা, ১৬ জুন- দারুণ ছন্দেই আছেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও নিজের জাত চেলালেন তিনি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৮২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭০ রান করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। এবার চারটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ব্যাট করেছেন চার ইনিংস। সেই চার ইনিংসে তার রান সংখ্যা ১২৮, ৯৫, ০ ও ৭০। সব মিলে তামিম নামের পাশে যোগ করেন ২৯৩ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করায় তামিম ইকবালকে দলে পাওয়ার প্রস্তাব দিয়েছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। আসন্ন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তামিমকে দলে চায় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দলটি। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। ইংল্যান্ডের এই টুর্নামেন্টটি চলাকালীন বাংলাদেশের কোনো সিরিজ নেই। তাই এসেক্স ঈগলসের হয়ে খেলতে পারেন তামিম। দীর্ঘ দুই মাসের বিদেশ সফর শেষে দেশে ফিরবেন তিনি। প্রসঙ্গত, এর আগেও ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছেন তামিম। ২০১১ সালে। সেবার নটিংহ্যামশায়ারের হয়ে ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি এই ওপেনার।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sB1pEb
June 17, 2017 at 03:13AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন