লন্ডন, ১৬ জুন- রবিবার ওভালে ভারত-পাক ধুন্ধুমার লড়াই। আর তার আগেই কিনা অসুস্থ হয়ে পড়লেন বিরাট কোহলি? সংবাদমাধ্যমে এই খবর প্রচার হতেই ভারতীয় ক্রিকেটভক্তদের মাথায় হাত পড়ে গিয়েছে। তবে কি ফাইনালের লড়াই থেকে বাদ পড়লেন তিনি? নাহ, আশঙ্কার কোনও কারণ নেই। এক্কেবারে সুস্থ রয়েছেন ভারত অধিনায়ক। সংবাদমাধ্যমে ভুল খবর প্রচার হওয়াতেই ছড়িয়েছে চাঞ্চল্য। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে বিরাটবাহিনী। তাই ফাইনালের ওঠার পর থেকেই টিম ইন্ডিয়ার প্রতিটি খুঁটিনাটি নজরে রাখছে সংবাদমাধ্যমগুলি। কোন ক্রিকেটার কোথায় যাচ্ছেন, কী করছেন ইত্যাদি ইত্যাদি। চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বৈরথের আগে মাঠের বাইরের পরিবেশ ঠিক কতটা উত্তপ্ত, তারই আঁচ পাওয়ার চেষ্টা চলছে প্রতিনিয়ত। আর তাতেই হঠাৎ খবর ছড়িয়ে পড়ে ক্যাপ্টেন কোহলি নাকি অসুস্থ। আসলে ফাইনালের জন্য শুক্রবারই বার্মিংহাম থেকে লন্ডন যাওয়ার কথা ভারতীয় দলের। নির্ধারিত সূচি মেনে গোটা দলে লন্ডনের উদ্দেশে রওনা দিলেও বিরাট বার্মিংহামেই থেকে যান। আর তখনই ছড়ায় এই রটনা। বাংলাদেশকে সদ্য দুরমুশ করার পর অসুস্থতার জন্যই রয়ে গিয়েছেন তিনি। এমনকী তাঁর অসুস্থতা নিয়ে জল্পনাও শুরু হয়ে যায়। কিন্তু এ খবর সম্পূর্ণ ভুল। একটি বৈঠকের জন্যই দলের সঙ্গে যাননি তিনি। বৈঠক সেরে আলাদাভাবে লন্ডন পৌঁছে যাবেন বিরাট। সীমান্তে লাগাতার সন্ত্রাস ছড়াচ্ছে পাকিস্তান। যার জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমন উত্তপ্ত পরিবেশে রবিবারের মহারণের আগেই সোশ্যাল মিডিয়াও সরগরম। দুই দেশের সমর্থকরা পরস্পরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তবে বিরাটের অসুস্থতার খবর বেশ চিন্তায় ফেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটভক্তদের। কিন্তু ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ, আর বিরাট থাকবেন না, তাও কি সম্ভব? পাকিস্তানকে হেলায় হারিয়েই এবারের মিনি বিশ্বকাপের অভিযান শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়নরা। শেষদিনও প্রতিপক্ষ তারাই। এক শিবিরে যখন বদলার আগুন জ্বলছে, তখন অন্য শিবির ঠান্ডা মাথায় টানা দুবার ট্রফি জয়ের স্ট্র্যাটেজি সাজাচ্ছে। পাক বধ করেই ক্যাপ্টেন হিসেবে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য বিরাটের।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sxCYGS
June 17, 2017 at 03:22AM
16 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top