আপত্তিকর পোস্ট ৫৭ ধারায় মামলা

সুরমা টাইমস ডেস্ক : ফেসবুকের একটি পেজে সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের কোর্ট কিপার আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।
এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ বলেন, ফেসবুক ‘স্বাধীন বিচার বিভাগ’ নামের একটি পেজে সুপ্রিম কোর্ট ও বিচার সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সেটি নজরে আসার পর ব্যবস্থা নিতে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। তবে মামলা করে সন্ধ্যার পর থেকে পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা করা যাচ্ছে, পুলিশ তদন্ত করে বিষয়টি উদঘাটন করবে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় এই মামলাটি করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2stE7fS

June 05, 2017 at 04:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top