সুরম টাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রে নতুন করে যেসব ভিজিটর ভিসার জন্য আবেদন করবেন তাদের সামাজিক যোগাযোগ বিষয়ক বিস্তারিত তথ্য জানাতে হবে কর্তৃপক্ষকে। এমন ভিসার জন্য আবেদনকারীদের কাছে চাওয়া হচ্ছে বাড়তি তথ্য। এর মধ্যে রয়েছে পাসপোর্ট নম্বর, পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য, আগে ভ্রমণের বিস্তারিত তথ্য, চাকরির বিষয় ও যোগাযোগের ঠিকানা। এ নিয়ম কার্যকর হয়েছে ২৫ শে মে থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন যে ঝুঁকি মোকাবিলা করছে সে জন্য ২৫ শে মে থেকে কার্যকর হয়েছে নিরাপত্তামুলক এই নতুন প্রক্রিয়া। গত ৬ই মে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি স্বারকের মাধ্যমে যুক্তরাষ্ট্রে যারা ভ্রমণ করতে চান তাদের ওপর কড়াকড়ি আরোপ করেন। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার মতে, এখন থেকে যারা ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন তাদের বিষয়ে বাড়তি তথ্য চাইবে কনসুলার অফিসাররা। এটা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে করা হবে। ওই কর্মকর্তা বলেন, সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা আবেদন করেন কমপক্ষে এক কোটি ৩০ লাখ মানুষ। তার মধ্যে শতকরা এক ভাগের মতো এমন ভ্রমণ বিষয়ক আবেদন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2stAjv7
June 05, 2017 at 04:10AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন