ইউরোপ ::
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সম্ভবত রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই হামলার ফলে ব্যাপক বেসামরিককে প্রাণ হারাতে হবে। সোমবার হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, আসাদ এমন হামলা চালালে সিরিয়াকে চড়া মূল্য দিতে হবে। খবর এএফপির
হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আগেই বলেছি যে ইরাক ও সিরিয়া থেকে আইএস জঙ্গিদের নির্মূলে যুক্তরাষ্ট্র সিরিয়ায় রয়েছে। আসাদ আরো রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে। এই হামলার ফলে নিষ্পাপ শিশুসহ বহু বেসামরিক নিহত হবে। এই হামলা চলতি বছরের এপ্রিলের ৪ তারিখে চালানো রাসায়নিক হামলার মতই হবে। আসাদ যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আরেকবার গণহত্যা চালায়, তাহলে আসাদ ও তাঁর সেনাবাহিনীকে চড়া মূল্য দিতে হবে।’
বিদ্রোহী অধ্যুষিত খান শেইখুন এলাকায় আসাদ বাহিনী রাসায়নিক হামলা চালাবে এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। কিন্তু আসাদ সরকারের তরফ থেকে যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করা হয়েছে। তারা বলছে, এটা শতভাগ মিথ্যা গল্প।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2shhqdr
June 27, 2017 at 02:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন