নিউ ইয়র্ক, ২১ জুন- গৃহকর্মীকে ঠকানো ও ভিসা জালিয়াতির মামলায় গ্রেফতারের কয়েকঘন্টার মধ্যেই জামিন পেয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশীদ। নিউ ইয়র্কের স্থানীয় সময় ২০ জুন মঙ্গলবার সকালে গ্রেফতারের পর বিকালে হামিদুরকে ম্যানহাটন ফেডারেল কোর্টে হাজির করা হলে বিচারক জেমস কট শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। ইউএনডিপির ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অ্যানালাইসিস ইউনিটের প্রধান হামিদুরের (৫০) বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের চুক্তিতে জালিয়াতি, ভিসা জালিয়াতি এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক। এর আগে গৃহকর্মীকে নির্যাতন এবং মজুরি চাওয়ায় হত্যার হুমকির অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গত সোমবার গ্রেফতার করা হয়। ৩৬ ঘণ্টা পর ৫০ হাজার ডলার বন্ডে জামিনে মুক্তি পান তিনি। হামিদের বিরুদ্ধে অভিযোগ, সপ্তাহে ৪২০ ডলার মজুরিতে নিয়োগের কথা বলে এক গৃহকর্মীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। ২০১২ সালের নভেম্বরে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে হামিদ নতুন একটি চুক্তিতে তার সই নেন, যেখানে সাপ্তাহিক মজুরি ২৯০ ডলার লেখা হয়। অভিযোগে বলা হয়েছে, হামিদুর রশীদ প্রথমে গৃহকর্মীকে কোনো টাকা দেননি। পরে বাংলাদেশে তার স্বামীকে মাসে ৬০০ ডলার করে পাঠান। এদিকে জাতিসংঘ হামিদুর রশীদের গ্রেফতারের বিষয়ে অবগত রয়েছে বলে জানিয়ে এর মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, জাতিসংঘ আশা করে, তাদের সব কর্মীই ব্যক্তিগত বিষয়গুলোতে আইনের প্রতি সম্মান দেখাবে, এমনকি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রেও। আর/১৭:১৪/২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sToq5o
June 22, 2017 at 12:50AM
21 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top