শেয়ারহোল্ডারদের চাপের মুখে উবার প্রধানের পদত্যাগ

aইউরোপ ::শেয়ারহোল্ডারদের ক্রমাগত চাপের মুখে স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক পদত্যাগ করেছেন।

আজ বুধবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন। উবারের বিরুদ্ধে এক নারীর যৌন হয়রানিসহ নানা অভিযোগ তদন্তের পর ট্রাভিসের এই পদত্যাগের ঘোষণা এল।

বেঞ্চমার্কসহ উবারের পাঁচটি বৃহৎ শেয়ারহোল্ডাররা প্রধান নির্বাহীর পদত্যাগ দাবি করেন। তাদের এই দাবির মুখে ট্রাভিস কালানিক পদত্যাগ পত্র জমা দেন এবং পদত্যাগের সময় তিনি শিকাগোতে অবস্থান করছিলেন।

‘মুভিং উবার ফরোয়ার্ড’ শীর্ষক এক চিঠিতে শেয়ারহোল্ডাররা দাবি করেন করেন যে উবারের নেতৃত্বে পরিবর্তন দরকার। এই চিঠির পরই ট্রাভিস উবারের একজন বোর্ড মেম্বারের সঙ্গে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সূত্র: রয়টার্স



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tMP7EW

June 21, 2017 at 03:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top