ঢাকা, ২১ জুন- সেন্সর বোর্ড ঘেরাওকারীদের হাতে লাঞ্ছিত হলেন প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। বুধবার বেলা ১টার দিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠনের নেতা-কর্মীরা সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন। ওইখানে আগে থেকেই ছিলেন যৌথ প্রযোজনার বস টু ও নবাব-এর পক্ষ নেওয়া নওশাদ। চলচ্চিত্র রক্ষা আন্দোলনের কয়েক কর্মী সামনে পেয়ে তার উপর আক্রমণ করেন। ওই সময় নওশাদের পাঞ্জাবি ছিঁড়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে সেন্সর বোর্ড অফিসে নিয়ে যান। এ বিষয়ে তিনি বলেন, আমি সরকারের কাছে এ লাঞ্ছনার বিচার চাই। বেলা সাড়ে ১২টার দিকে এফডিসি থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সেন্সর বোর্ড অভিমুখে একটি মিছিল বের করেন। এ সময় তারা শ্লোগান দেন চলচ্চিত্রের দালালরা হুঁশিয়ার সাবধান, ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, সেন্সর বোর্ড ঘেরাও হবে, যৌথ প্রতারণা চলবে না। ঘেরাও কর্মসূচিতে আছেন মিশা সওদাগর, রিয়াজ, সাইমন, বদিউল আলম খোকন, তানিন, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ আরো অনেকে। উল্লেখ্য, চলমান যৌথ প্রযোজনা বিতর্কে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত কলা-কুশলী, প্রদর্শক ও বুকিং এজেন্ট সমিতির মুখোমুখি অবস্থানে রয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। এ আর/১৪:৫৫/২১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ts5gAt
June 21, 2017 at 08:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন