ঢাকা, ২৩ জুন- বাংলাদেশ জাতীয় দলের টি২০ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০০ এতিম বাচ্চার সঙ্গে ইফতার করেছেন। বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের আয়োজনে বৃহস্পতিবার স্থানীয় সিটি ইন হোটেলে ব্যতিক্রমধর্মী এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে সাকিব এতিম বাচ্চাদের টেবিলে গিয়ে তাদের খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কিছুটা সময় কাটান। পরে ইফতারের এ আয়োজন সম্পর্কে সাকিব বলেন, এমন ব্যতিক্রমধর্মী একটি ইফতার আয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি সত্যিই আনন্দিত। বেশ কয়েক বছর যাবৎ বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর হিসেবে কাজ করছি এবং এ রকম একটি ব্র্যান্ডকে তুলে ধরতে পেরে আমি সত্যিই গর্বিত, যেটি শুধু পণ্য ও সেবা প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এই পবিত্র মাসে এতিম বাচ্চাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেবার মতো মহৎ উদ্যোগ গ্রহণেও এগিয়ে এসেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলালিংকের রিজিওনাল ডিরেক্টর এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স, খুলনা রিজিওনাল হেড মো. নাইমুল হাসান। আর/১২:১৪/২৩ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sZ4RIB
June 23, 2017 at 06:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন