দুবাই, ২২ জুন- সর্বশেষ আইসিসির টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। ২০০০ সালে। তারপর ক্রিকেটের টেস্ট পরিবারের সদস্য হতে দেখা যায়নি কোনো দেশকেই। অবশেষে ক্রিকেটের এই অভিজাত ক্লাবে এসেছে নতুনত্ব। টেস্ট ক্রিকেট পেয়েছে নতুন দুই সদস্য। লন্ডনে আইসিসির সভায় আনুষ্ঠানিকভাবে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে। একাদশ ও দ্বাদশ সদস্য হিসেবে টেস্টখেলুড়ে ক্লাবের অন্তর্ভুক্ত হয়েছে দেশ দুটি। এই সুবাদে দেখে নেওয়া যাক কোন দেশ কবে পেয়েছে আইসিসির টেস্ট স্ট্যাটাস। ১৮৭৭ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাদের হাত ধরেই যাত্রা শুরু করেছিল টেস্ট ক্রিকেট। ফলে তাদেরকে কোনো স্বীকৃতির অপেক্ষায় থাকতে হয়নি। ঠিক এক যুগ পর, ১৮৮৯ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর টেস্ট খেলুড়ে ক্লাবের চতুর্থ সদস্যের জন্য অপেক্ষা করতে হয়েছিল লম্বা সময়। একসময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পেয়েছিল ১৯২৮ সালে এসে। এরপর অবশ্য দ্রুতই আরো দুই সদস্য জুটিয়ে ফেলেছিল ক্রিকেটের অভিজাত এই ক্লাব। ১৯৩০ সালে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডকে। আর তার ঠিক দুই বছর পর এই ক্লাবের সদস্য হয়েছিল ভারত। ১৯৩২ সালে ভারত অবশ্য ছিল ইংল্যান্ডের উপনিবেশ। তবে আলাদাভাবেই টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল অবিভক্ত ভারত। ইংলিশ উপনিবেশের ফলে উপমহাদেশে ভালোই জনপ্রিয় হয়ে উঠেছিল ব্যাট-বলের এই লড়াই। ফলে ১৯৪৭ সালে ভারত, পাকিস্তান নামে নতুন দুই রাষ্ট্রের জন্ম হওয়ার পর ক্রিকেট বিশ্ব পেয়ে গিয়েছিল আরেক টেস্টখেলুড়ে দেশ। ১৯৫২ সালে সপ্তম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল পাকিস্তান। এরপর আবার আসে দীর্ঘ বিরতি। টেস্টখেলুড়ে ক্লাবের অষ্টম সদস্য হিসেবে শ্রীলঙ্কার নাম আসে ৩০ বছর পর। ১৯৮২ সালে। ১০ বছর পর ১৯৯২ সালে যুক্ত হয় জিম্বাবুয়ে। আর একবিংশ শতাব্দীর শুরুতেই, ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। প্রায় দেড় যুগ পর আবার এসেছে নতুন টেস্টখেলুড়ে দেশের নাম। এবার একই সঙ্গে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে দুটি দেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে। এবারই প্রথমবারের মতো একসঙ্গে দুটি দেশের নাম ঢুকে গেল টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে। আর/১০:১৪/২২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rW6ln3
June 23, 2017 at 05:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন