লন্ডন, ২২ জুন- বৃদ্ধ ও হাটতে অক্ষম বাবা-মায়ের প্রতি ভালোবাসার অন্য দৃষ্টান্ত রেখে মৃত্যুকে বেছে নেয় লন্ডনের গ্রীনফেল টাওয়ারে অগ্নিকান্ডে নিহত বাংলাদেশী বংশোদ্ভূত তিন ভাই-বোন।আগুন লাগা ভবন থেকে বের হওয়ার সুযোগ পেলেও বাবা-মায়ের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তাদের আত্বীয়-স্বজন জানায়, আগুন যখন ওই বাড়িটিকে গ্রাস করছিল তখন তিন ভাই-বোন হুসনা বেগম(২২), হানিফ(২৬) এবং হামিদ(২৮) তাদের বাবা(৮২) ও মায়ের(৬২) সঙ্গেই বাসায় ছিল। তবে তাদের আরেক ভাই মোহাম্মেদ হাকিম সৌভাগ্যবশত বেঁচে যায়। ঘটনার দিন সন্ধ্যায় সে বাসা থেকে বাইরে বের হয়েছিল। আগুন লাগার পর আবেগঘন কন্ঠে তারা ফোনে পরিস্থিতির বর্ণনা দেয়। সেসময় তারা জানায়, তাদের বাবা-মামা কোনভাবেই সেখান থেকে বের হতে পারবে না।আর তারাও বাবা-মাকে ছেড়ে বের হবে না। তাদের হাতে সময় এবং সুযোগ ছিল বের হওয়ার, কিন্তু তারা তা করেনি।বাবা-মায়ের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। লন্ডনে ভয়াবহ আগুন বড় ভাইয়ের সঙ্গে হোসনা বেগম তারা আরও জানায়, কেই যেন তাদের জন্য দুঃখ না করে।তারা আরও ভালো জায়গায় যাচ্ছে এই ভেবে যেন সবাই খুশি হয়।এভাবেই সবার সঙ্গে তাদের শেষ কথা হয়। তাদের কাজিন সামির আহমেদ দি টাইমসকে জানায়, রাত পৌনে দুইটার সময়ও তারা বের হতে পারতো, কিন্তু তারা তা করেনি।তাদের কাছে পরিবারই ছিল গুরুত্বপূর্ণ।তারা এক সঙ্গেই ছিল এবং একসঙ্গেই মৃত্যুবরণ করেছে। তাদের প্রতি শ্রদ্ধা। গত ১৫ জুন ল্যানকাস্টার ওয়েস্ট এস্টেটে ২৪ তলা বিশিষ্ট আবাসিক ভবন গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত হয়।টাওয়ারের ১২০ টি ফ্লাটে ৬শর বেশি মানুষের বসবাস ছিল।মধ্যরাতে আগুন লাগার ফলে ভবনের বেশিরভাগ বাসিন্দাই আটকা পড়ে। আর/১০:১৪/২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ty4jXb
June 23, 2017 at 05:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top