ঢাকা, ২২ জুন- দীর্ঘ দিন ধরেই জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন নাসির হোসেন। জাতীয় দলের ব্যানারে থাকলেও একাদশে জায়গা পাননি ঠিকমতো। ছিলেন না নিউজিল্যান্ড সিরিজের ২৩ সদস্যের দলেও। আয়ারল্যান্ড সফরে জায়গা হয়েছিল নাসিরের। আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন উপেক্ষিত। আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন টাইগাররা। এ দুটি সিরিজকে সামনে রেখে ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা পেয়েছেন নাসির। শুধু নাসিরই নন, এই সিরিজের জন্য প্রাথমিক দল ডাক পেয়েছেন দীর্ঘ দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার এনামুল হক বিজয়। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাথমিক দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১০ জুলাই, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দুটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ১৮ আগস্ট। টেস্ট মাঠে গড়ানোর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচটা দুই দিনের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচটি গড়াবে ২২ আগস্ট। চলবে ২৩ আগস্ট পর্যন্ত। টেস্টের লড়াই শুরু হবে ২৭ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। ম্যাচটি শেষ হবে ৩১ আগস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, এনামুল হক, আবুল হাসান রাজু, আল-আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানবির হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম। আর/১০:১৪/২২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sv6RqD
June 23, 2017 at 05:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন