বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা সফল জুটি শাকিব-অপু। তাদের বিয়ের গুঞ্জন থাকলেও সম্প্রতি তা খোলাসা হয়েছে। তাদের বিয়ে, সন্তান ও বিয়ের পরে অপু বিশ্বাসের মুসলিম জীবনযাপন সব কিছুই সম্প্রতি শেয়ার করেছেন নিজেই। তার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল- মুসলমান হয়ে প্রথমে কি ভাবে নামাজ পড়তেন এমন প্রসঙ্গে অপু বলেন, ধর্ম পরিবর্তন করে আমি নিজে নিজেই ইসলাম ধর্মের বিষয়গুলো শিখেছি। এছাড়া আমার সঙ্গে থাকেন শেলি আপু (শাকিবের বোন)। তিনি খুব ধার্মিক। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি আমাকে সহযোগিতা করেছেন। প্রথম এক-দুই বছর আমি কিছু বুঝতাম না। এরপর আস্তে আস্তে বুঝতে শিখেছি। একবার শাশুড়ি বললেন, সাতাশের রোজায় একটা নামাজ আছে। তুমি এ নামাজ মসজিদে গিয়ে পড়। অপু বলেন, তখন আমি সবাই যেমন করতো আমিও ঠিক তেমন করতাম। সবাই যখন বসতো তখন আমিও বসতাম। সবাই যখন উঠত তখন আমিও উঠতাম। এভাবে নামাজ পড়েছি। অপু আরও বলেন, আমার মতে, একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে যখন, তখন শাকিবেরই উচিত ছিলো লোক রেখে আমাকে ধর্ম শিক্ষা দেয়ার। তবে এটা ঠিক, শাকিব আমাকে ধর্ম চেঞ্জ করার জন্য কখনই প্রেসার দেয়নি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tZFyDx
June 29, 2017 at 07:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন