শিলিগুড়ি নার্সিংহোমে ডিডি হানা, জিজ্ঞাসাবাদের জন্য আটক চিকিত্সক

শিলিগুড়ি, ২৮ জুনঃ দার্জিলিং-এর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযোগে শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে হানা দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট (ডিডি)। বুধবার শিলিগুড়ির একটি নার্সিংহোমে হানা দিয়ে এক চিকিত্সকের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করে ডিডি। পাশাপাশি চিকিত্সককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এদিন অভিযুক্ত চিকিত্সককে বেশ কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও অভিযুক্তকে এখনই গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন ডিডি-এর কর্তারা।

রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো চিকিত্সক ধরা পড়তেই নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্যদপ্তর। এরপরই শহরের বেশ কিছু চিকিত্সক ও নার্সিংহোমে নজরদারি শুরু করে স্বাস্থ্যদপ্তরের একটি বিশেষ দল। শহরের বেশ কিছু চিকিত্সককে সন্দেহের তালিকায় আনা হয়। সমস্ত খোঁজখবর নিয়ে মঙ্গলবার ছয় চিকিত্সকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদিন শিলিগুড়ি খালপাড়া এলাকার একটি নার্সিংহোম সহ বেশ কয়েকজন চিকিত্সকের চেম্বার ও নার্সিংহোমে হানা দেয় ডিডি-এর দুটি দল। খালপাড়ার একটি নার্সিংহোম থেকে আটক করা হয় এক চিকিত্সককে। পাশাপাশি, সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়।

অভিযোগ, ওই চিকিত্সককে এমন এক ডিগ্রি দিয়ে চিকিত্সা করছেন যার এই দেশের মেডিকেল কাউন্সিলে কোন অনুমোদন নেই। এই অভিযোগের ভিত্তিতে চিকিত্সককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্তারা। ওই চিকিত্সকের কাগজপত্র সঠিক কি না তা জানার জন্য দিল্লিতে মেডিকেল কাউন্সিলের কাছে পাঠিয়েছে পুলিশ। মেডিকেল কাউন্সিলের রিপোর্টের ভিত্তিতে গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ।

অন্যদিকে, তিনি জর্জিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছেন এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে ডিগ্রির বৈধতা রয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিত্সক। চিকিত্সকের দাবি, তিনি পুরোপুরি নির্দোষ। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাননি পুলিশ কর্তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sS8vTp

June 29, 2017 at 12:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top