ইসলামাবাদ, ২৩ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে রুপকথার জন্ম দিয়েছে পাকিস্তান। কেনিংটন ওভালে কেবল পাকিস্তানই নয়, অনবদ্য এক সেঞ্চুরি করে রুপকথার চিত্রায়ন করেছেন দলটির বাঁ-হাতি ওপেনার ফখর জামানও। কেউ ভাবেনি পাকিস্তান এবার শিরোপা জিতবে, ঠিক তেমনি ফখর জামানও ভাবেননি তিনি কোনোদিন পাকিস্তানের হয়ে খেলবেন। কিন্তু বড় মঞ্চে হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি, রুপকথাই বলতে হবে। কারণ এই ফখরই একসময় ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন! কেন নিষিদ্ধ হয়েছিলেন ফখর? জানালেন তিনি নিজেই, ছোটবেলায় গ্রামে আমাকে খেলতে নেওয়া হতো না। আমাকে নিষিদ্ধ করা হয়েছিলো, কারণ বাকিদের ভাষ্যমতে আমি খুব ভালো খেলতাম। স্কুলে পড়াকালীন ক্রিকেট বলে আমি দুটো ম্যাচ খেলেছিলাম, সেই দুটো ম্যাচে বেশ কিছু রানও করেছিলাম। এরপর থেকেই লোকজন বলতে শুরু করে, সে ক্রিকেট বলের খেলোয়াড় তার সঙ্গে খেলার প্রয়োজন নেই। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বীরের বেশে দেশে ফিরেছে পাকিস্তান দল। ক্রিকেটারদের বরণ করে নিতে করাচি, লাহোর পরিণত হয়েছে উৎসবের শহরে। বাদ যায়নি ফখর জামানের গ্রাম কাটলাংও, যা পাকিস্তানের উত্তর-পশ্চিমে অবস্থিত। ২৭ বছর বয়সী ফখর গ্রামে পা রাখতেই তাকে বরণ করে নেয় হাজার হাজার মানুষ। অথচ এই ফখরকেই কাটলাংয়ে ক্রিকেট থেকে কি না নিষিদ্ধ করা হয়েছিলো। ক্রিকেট থেকে দূরে রাখতে ফখরকে মারধরও করেছেন তার বড় ভাই আসিফ। আসিফ বলেন, ক্রিকেট থেকে দূরে রাখার জন্য ওকে বেশ কয়েকবার মেরেছি আমি। তবুও সে হাল ছাড়েনি। যার কারণে জাতীয় নায়কে পরিণত হয়েছে। তার জন্যই আমরা আজ এখানে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ১০৬ বলে ১১৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ফখর। ১২টি চার ও তিন ছক্কায় হাঁকিয়েছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি, হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ষষ্ঠ সেঞ্চুরিয়ান। দলকে শিরোপা জেতাতে রেখেছেন অসামান্য অবদান। মিলেছে ম্যাচসেরার পুরস্কারও। তবে নাবিক থেকে দেশের জাতীয় নায়কে পরিণত হওয়ার উত্তাপটা টের পেতে একটু দেরি করেছেন তিনি, সেঞ্চুরি করার পর মাথায় খুব বেশি কিছু কাজ করেনি। শিরোপা জেতার পর যখন বাড়ি এলাম, লোকজন আমাকে দেখার জন্য আসতে শুরু করলো। এরপর মনে হলো সত্যিই আমি দারুণ কিছু করেছি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rK5B04
June 24, 2017 at 01:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন