সুরমা টাইমস ডেস্ক:
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (২৪ জুন) ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাকাটার ও লেনদেনের সুবিধার্থে দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর এবং বড় বড় শপিং মল এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে শনিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় শাখা খোলা রাখার নির্দেশনা রয়েছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ‘সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম ও নিরাপদ আর্থিক লেনদেনের সুবিধার্থে দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর ও বৃহৎ শপিং মার্কেট এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো বিশেষ ব্যবস্থায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৪ জুন (শনিবার) খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ‘সে অনুযায়ী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হল।’
এর আগে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তৈরি পোশাক শিল্প এলাকায় সব ব্যাংকের শাখা শুক্রবার আধা বেলা (সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত) এবং শনিবার পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t36k0j
June 23, 2017 at 07:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.