রায়গঞ্জ, ১৪ জুনঃ রায়গঞ্জ জেলা শাসককে আজ ডেপুটেশন জমা দিল সারাভারত কৃষক সভা ও সারা ভারত খেত মজুর ইউনিয়নের সদস্যরা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেলে ডেপুটেশন জমা দেওয়ার আগে কর্ণজোড়াতে কয়েক হাজার মানুষ মিছিল শুরু করে। ডেপুটেশনে দাবি ছিল, ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাসস্থানহীন পরিবারগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য করা। ইসলামপুর ব্লকের আগডিমটি গ্রাম পঞ্চায়েতে ভুয়ো ভোটার সাজিয়ে দখলের রাজনীতি বন্ধ করা, ভুয়ো সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এর পাশাপাশি দাবি ছিল, ডালখোলা বাইপাসের কাজ শুরু করা। টেন্ডার হয়ে যাওয়ার পরেও ডালখোলা বাইপাস, ইসলামপুর বাইপাসের কাজ দ্রুত শুরু করার দাবিতে জেলা শাসক কে ডেপুটেশন দেওয়া হয়।
সংগঠনের সভাপতি পরিতোষ রায়, বামফ্রন্টের প্রবীন নেতা দিলীপ নারায়ণ ঘোষ, অপুর্ব পাল, দুই সংগঠনের জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার, কুলেন রায় মিছিলে নেতৃত্ব দেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rr5MkR
June 14, 2017 at 06:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন