নিজস্ব প্রতিনিধিঃ বানিয়াচংয়ে ছাত্রদল ও কৃষকদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পূর্বে ও রাতের দিকে দু’দফা সংঘর্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা নিখোঁজ ইলিয়াছ আলীর পত্নী তাহসিনা রুশদী লুনাকে চায়ের আমন্ত্রণ করায় উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদের সাথে ছাত্রদল নেতার অশোভন আচরণের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে সংঘর্ষে আহত ছাত্রদল যুগ্ম আহবায়ক ইজাজুল, কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক বিল্লাল ও ইউপি যুবদল নেতা সেলিম স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক এক নেতার বিয়ের অনুষ্ঠানে আসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ ইলিয়াছ আলীর পত্নী তাহসিনা রুশদী লুনা। উপজেলা পরিষদ কমপ্লেক্স গেইটে লুনার গাড়ি পৌঁছলে বিএনপি যুগ্ম আহবায়ক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদসহ বিএনপি নেতারা চায়ের আমন্ত্রণ জানিয়ে লুনাকে চেয়ারম্যানের সরকারি অফিস কক্ষে নিয়ে যান। এ সময় শেখ বশির আহমদের সাথে অশোভন আচরণ করেন জনাব আলী কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক বিল্লাল মিয়া। বিষয়টি জানাজানি হলে শেখ বশির আহমদ অনুসারীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
সন্ধ্যার দিকে বড়বাজারে পেয়ে বিল্লালকে পিটুনি দেন উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন ও উত্তর-পূর্ব ইউপি যুবদল সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া। এরই কিছুক্ষন পর উপজেলা ছাত্রদল যুগ্মআহবায়ক ইজালুলের নেতৃত্বে ছাত্রদল কর্মীরা আল আমিনের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় আল আমিনের গ্রুপের মারমুুখি আক্রমণে ইজাজুল আহত হন।
পরে চলতে থাকে কৃষকদল ও ছাত্রদলের পাল্টাপাল্টি দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া। রাত পৌনে ১০টার দিকে বড়বাজারে দুই গ্রুপ ফের মুখোমুখি হলে বিএনপি নেতারা পরিস্থিতি সামাল দেন। এ সময় আতংকিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিকবিদ্বিক ছুটোছুটি করেন।
কৃষকদলের আল আমিন জানান, লুনা আপাকে চায়ের দাওয়াত দেয়ায় চেয়ারম্যান শেখ বশির আহমদের সাথে ছাত্রদল নেতা বিল্লাল অশোভন আচরণ করেছে। এজন্য তাকে একটু শায়েস্তা করেছি।
এদিকে বিল্লালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন ঠাকুর জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সিনিয়র নেতারা নিষ্পত্তির চেষ্টা করছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tx6Ynv
June 30, 2017 at 05:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন