ইমা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ০৮ জন আহত ।

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইমা পরিবহণের সিলেট মেট্রো ছ (১১-১২৮২ ) ও সিলেট থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা মাইক্রোবাস ঢাকা মেট্রো চ (১৫-৫৮২৫) ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারের রহমান ফিলিং স্টেশন এর নিকটে মুখোমুখি সংঘর্ষ বাধে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৮জন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হয়।

দূর্ঘটিনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি,আহতদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2soDEzi

June 30, 2017 at 05:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top