আজিজের মুক্তি ও রাকেশের শাস্তি চায় মাদানী কাফেলা

সুরমা টাইমস্:: ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তিকারী হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে মাদানী কাফেলা বাংলাদেশ।সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা শিব্বির আহমদ, সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সেক্রেটারি মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেট জেলা শাখার আহবায়ক হা. মাওলানা মাসউদ আজহার, সিলেট মহানগর শাখার আহবায়ক হাফিজ শিব্বির আহমদ রাজি এক বিবৃতিতে বলেন, ‘রাকেশ রায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে যে অবমাননাকর কথা লিখেছে তা অমার্জনীয়। আমরা অবিলম্বে দ্রুত বিচার আইনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে থাকবে না।’একই সাথে গোলাপগঞ্জের নওমুসলিম আব্দুল আজিজের নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছেন তারা।প্রসঙ্গত, রাকেশ রায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। তার ‘কটূক্তি’র একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে জকিগঞ্জ। প্রতিবাদে ফেটে পড়েন সর্বস্তরের জনতা। রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়। ছাত্র জমিয়ত নেতা ফুযায়েল আহমদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় গত সোমবার মামলাটি দায়ের করেন।আজ বুধবার সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় রাকেশকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rU5WjO

June 07, 2017 at 04:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top