ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী রাকেশ গ্রেফতার-৪ দিনের রিমান্ড মঞ্জুর…।

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) ও প্রধানমন্ত্রীকে কটূক্তি পূর্ণ মন্তব্যকারী হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় তাকে লালাখাল নামক স্থান থেকে পুলিশ গ্রেপ্তারের পর আদালতে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ।

এসময় আদালতের বিচারক খায়রুল আমিন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার দুপুরে জকিগঞ্জ আদালতে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের এডিশনাল এসপি (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।

তিনি আরও জানান- রাকেশকে জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত সপ্তাহ থেকে মুহাম্মদ (সা.) কে নিয়ে রাকেশের কটূক্তিপূর্ণ একটি বক্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।বিষয়টি জানতে পেরে প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জকিগঞ্জ। রাকেশ রায়কে গ্রেফতারের দাবিতে উপজেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়। ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে জকিগঞ্জ থানায় সোমবার মামলাটি দায়ের করেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে আইডি থেকে মন্তব্য করা হয়েছে সেই আইডির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, রাকেশ রায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে আন্দোলন।এর আগেও সে হিন্দু বৌদ্ধ খি্রষ্টান মহাজোটের মানববন্ধনে শহীদ মিনারে হামলার ঘটনায় প্র্ধান আসামী সহ আরো অনাকাঙি্খত ঘটনার হোতা হিসেবে পরিচিত।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rLctLt

June 07, 2017 at 05:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top