মুম্বাই, ০৬ জুন- ময়ূর নিয়ে মন্তব্য করায় হাস্যরসের পাত্র হয়েছিলেন ভারতের রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা। তিনি মন্তব্য করেছিলেন ময়ূর ভারতের জাতীয় পাখি। কারণ ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। ময়ূরীর সঙ্গে কখনোই তারা সঙ্গম করে না। ময়ূরের চোখের জলেই ময়ূরী সন্তানসম্ভবা হয়। আর এতেই ইন্টারনেটে বিভিন্নভাবে ট্রোলড হতে থাকেন তিনি। এবার তার থেকে পিছিয়ে নেই টুইঙ্কেল খান্নাও। তিনি বিচারপতিকে নিয়ে একটি জোকস করেন। সেখানে এক ময়ূর দম্পত্তির কথোপকথন নিয়ে একটি জোকস প্রকাশ করেন তিনি। টুইঙ্কেল লেখেন, ময়ূর: আমাদের সন্তানের গায়ে আঁশ! আমার মতো সুন্দর পালক নেই তো! ময়ূরী: শোনো, এটা তোমার দোষ! সেই রাতে তুমি নিশ্চয়ই কুমিরের কান্না কেঁদেছিলে! জোকসটি কিন্তু টুইঙ্কেল খান্নারই আবিষ্কার। জানা যায়, গত সপ্তাহেই দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিয়েছেন রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা। অবসরের দিন তিনি ময়ূর নিয়ে উপরের মন্তব্যটি করেন। মহেশের এই অদ্ভূত মন্তব্যের পর দেশজুড়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। হাসির রোল ওঠে। ময়ূরসংক্রান্ত মজার জোকস চটজলদি শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় প্যারিসে ছিলেন টুইঙ্কেল খান্না। বিভিন্ন বিষয়ে তিনি ইদানীং ওয়েব মিডিয়ায় মন্তব্য করেন। তখন তিনি টুইট করেন, এসব শুনে আমার বাড়ির কথা মনে পড়ছে। কত মজা মিস করছি। ময়ূরকে জঙ্গলে নাচতে কেউ দেখেছে কি? দেশে ফিরে ফের ময়ূর চর্চায় ব্যস্ত হয়ে পড়েন টুইঙ্কেল। গত সোমবার তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানেই লেখা রয়েছে উপরের জোকসটি। ময়ূর ছানার গায়ে আঁশ হওয়ার কারণ হিসেবে সেই বিশেষ রাতে ময়ূরের কুম্ভীরাশ্রুকেই দায়ী করতে পারে ময়ূরী! এমনভাবেই মজা করেছেন টুইঙ্কেল।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s0YyUs
June 07, 2017 at 06:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top