রাস্তার ধারে লাগানো হবে চাপ-চিকরাশি-মেহগিনি

জলপাইগুড়ি, ২৮ জুনঃ বৃহস্পতিবার জলপাইগুড়িতে ৮০টি গ্রাম পঞ্চায়েতের অধীন ২৫২ কিলোমিটার রাস্তার ধারে ২ লক্ষাধিক বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হবে। এই ধরনের বৃক্ষরোপনের উদ্যোগ উত্তরবঙ্গে প্রথম। একশো দিনের কাজের প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার ধারে মাসে এক-একটি গাছ রক্ষণাবেক্ষণের জন্য গ্রামবাসিরা ১০ টাকা করে পাবেন। এটাকে ‘বৃক্ষ পাট্টা’ বলা হচ্ছে। চাপ, চিকরাশি, মেহগিনি, জলপাই, শিশু প্রভৃতি বিভিন্ন ধরনের গাছ রোপন করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tYHI6n

June 28, 2017 at 09:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top