যুক্তরাষ্টের ভিসা পাওয়া আরো কঠিন হয়ে গেলো

যুক্তরাষ্ট্রের ভিসা ভেটিং পদ্ধতিতে (আবেদনকারীর পূর্ববর্তী ইতিহাস যাচাই) আগের চেয়ে আরো বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক্ষেত্রে ভিসাপ্রার্থীদের নিরাপত্তা পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের জন্য নতুন একটি প্রশ্নপত্র তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ভিসার আবেদনকারীদের কাছে ওই প্রশ্নপত্রের মাধ্যমে জানতে চাওয়া হবে, গত ৫ বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের তৎপরতা কেমন ছিল। এছাড়া তাদের ১৫ বছরের জীবনযাপনের তথ্যও জমা দিতে বলা হবে।

গত ২৩ মে অফিস অব ম্যানেজম্যান্ট অ্যান্ড বাজেট থেকে প্রশ্নপত্রটির অনুমোদন দেয়া হয়েছে। এর আগে পররাষ্ট্র দফতরও ইঙ্গিত দিয়েছিল, ভিসার আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আরো কড়াকড়ি আসছে। অবশ্য শিক্ষাকর্মকর্তা এবং একাডেমিক গ্রুপগুলো এ প্রশ্নপত্র পদ্ধতির সমালোচনা করেছে। সমালোচকদের মতে, ভিসার আবেদনকারীদের জন্য নতুন প্রশ্নপত্রটির শর্ত পূরণ করা কঠিন হতে পারে। এ প্রশ্নপত্রের কারণে ভিসাপ্রক্রিয়ায় দেরি হবে এবং আন্তর্জাতিক অঙ্গনের শিক্ষার্থী ও বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্র গমনে নিরুৎসাহী হবেন।

নতুন প্রক্রিয়া অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তারা ভিসার আবেদনকারীদের কাছে আগের সব পাসপোর্ট নাম্বার, পাঁচ বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতার তথ্য, ইমেইল ঠিকানা এবং ফোন নাম্বার চাইতে পারেন। এ ছাড়া ঠিকানা, চাকরি, ভ্রমণের ইতিহাসসহ ১৫ বছরের বৃত্তান্তও চাওয়া হতে পারে। বুধবার, মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, ভিসা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের যদি মনে হয় বাড়তি তথ্যের দরকার, তখন তারা আবেদনকারীর কাছে তা চাইতে পারবেন।

সাধারণত তিন বছরের জন্য প্রশ্নপত্রের অনুমোদন দেয়া হলেও জরুরিভাবে তৈরি নতুন প্রশ্নপত্রটি ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে। নতুন প্রশ্নগুলো ঐচ্ছিক হলেও ফরমে বলা আছে, ঠিক মতো তথ্য না দিতে পারলে ভিসাপ্রক্রিয়ায় দেরি হতে পারে কিংবা স্থবির হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পরই গত ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো- ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের প্রবেশ বন্ধের যুক্তি দেখিয়ে ওই আদেশ দেন ট্রাম্প। কিন্তু সমালোচকরা একে বৈষম্য বলে আখ্যায়িত করেন। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন।

সূত্র : রয়টার্স



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qPKR5Y

June 03, 2017 at 05:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top