যোদ্ধাহত মুক্তিযোদ্ধার মুখে শোনা স্মৃতি বিজরিত ”৭১”এর গল্প

**সিলেটের প্রানকেন্দ্র কুচাই ইউনিয়নের ছিরামপুরের শেখপাড়ার যোদ্ধাহত মুক্তিযাদ্ধা,বৃহত্তর সদর থানার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহ-সভাপতি এবং দক্ষিন সুরমা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক সভাপতি জনাব,হাবিবুর রহমান সাহেবের মুখে শোনা ”১৯৭১” এর স্মৃতি বিজরিত সেই পরিস্হিতির কথা।

**গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কোন এক কারন বসত কয়েকজন বন্ধু মিলে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা জনাব,হাবিবুর রহমান সাহেবের ছিরামপুরের নিজ বাড়িতে যাই,তখন তিনি হঠাৎ উনার নিজ মন থেকে ”৭১” এর স্মৃতি বিজরিত কাহিনী তুলে ধরেন এবং আমাদের কে বর্তমান যুগে মুক্তিযুদ্বের চেতনা,ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরার জন্য আহ্ববান জানান।

**যোদ্ধাহত মুক্তিযোদ্ধা জনাব,হাবিবুর রহমান সাহেবের মুখে শোনা কয়েকটি উক্তি:

১)মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ,আমাদের সবচেয়ে গৌরবময় অর্জন।

২)ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযোদ্ধের ইতিহাস,প্রেক্ষাপট ও চেতনা জানানো এবং চেতনার আলোকে জাগ্রত করে তোলা।

৩)বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করা এবং এর আলোকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

৪)মুক্তিযোদ্ধ কারও দয়ার দান নয়,৩০ লক্ষ শহীদ,২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হরণ ও জাতির ত্যাগ এর বিনিময়ে পাওয়া এই স্বাধীন বাংলাদেশ।

•••সর্বশেষে ,,, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা জনাব,হাবিবুর রহমান সাহেবের কথাগুলো শুনে আমরা সকল বন্ধুর মনোভাব কিছুক্ষণের জন্য সেই স্মৃতি বিজরিত ”৭১” এ চলে গিয়েছিল।

সুরমা টাইমস/রাশেদ আহমেদ



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rOwovX

June 03, 2017 at 05:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top