নয়া দিল্লী, ২১ জুন- গোড়া থেকেই ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বিমত কোচ কুম্বলের। এছাড়া কিছুদিন আগেই বোর্ডের চার ক্রিকেটের পরামর্শ কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেখানে তিনি নাকি সাফ জানিয়ে দেন কুম্বলের সঙ্গে তাঁর সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয়। তবে অবশেষে হলোও তাই। কোহলির চাপে পদত্যাগে বাধ্য হোন ভারত দলের সাবেক লিজেন্ড ক্রিকেটার অনীল কুম্বলে। কোহলির চাপে বিদায় কুম্বলের! আর এই বিষয়টিই উঠে এসেছে ভারতীয় পত্রিকা এবেলায়। গো নিউজের পাঠকদের জন্য তাদের প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের কোচের পদে রেখে দেওয়া হয়েছিল অনিল কুম্বলে। তবে আইসিসি-তে এক বৈঠকের কথা উল্লেখ করে কোচের পদে ইস্তফা দেন কুম্বলে। কিছুদিন আগেই বোর্ডের চারে ক্রিকেটের পরামর্শ কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেখানে তিনি নাকি সাফ জানিয়ে দেন কুম্বলের সঙ্গে তাঁর সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয়। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়েই কুম্বলের সঙ্গে বিরাটের সম্পর্কের শৈত্য প্রকাশ্যেই বোঝা গিয়েছে। কোনও পরামর্শ তো দূরের কথা, সামান্য বাক্য বিনিময়টুকুও করতে দেখা যায়নি কুম্বলে-বিরাটকে। চলতি মাসের ২৩ তারিখে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত মুখোমুখি হচ্ছে ক্যারিবিয়ানদের। এরপর একটি টি২০ ম্যাচ খেলার পর সিরিজ শেষ হচ্ছে ৯ জুলাই। সূত্রের খবর ইতোমধ্যেই জরুরিকালীন ভিত্তিতে নতুন কোচ ঠিক করতে বলা হয়েছে লক্ষ্ণণ, সৌরভ এবং শচীনকে। এত কাণ্ডের পরেও কোহলি-কুম্বলের ঝামেলার কারণেই কোচের ইস্তফার কথা স্বীকার করতে রাজি নন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই। মঙ্গলবার দুপুরেই বোর্ডের সিইও রাহুল জহুরির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন কুম্বলে। ভারতীয় কোচ ছাড়াও তিনি আইসিসির ক্রিকেট কমিটিরও সদস্য। সেকথা উল্লেখ করেই তিনি সরে দাঁড়িয়েছেন। সূত্রে জানা গিয়েছে, বোর্ড যেভাবে তাঁকে কোচের পদে মেয়াদ না বাড়িয়ে, অন্ধকারে রেখে নতুন কোচের জন্য আবেদন করতে বলেছিল, তাতেই ঘোরতর অপমানিত বোধ করেন কিংবদন্তি লেগস্পিনার। কোহলি ও বোর্ডের কাছে জোড়া ধাক্কা খেয়েই পদত্যাগের সিদ্ধান্ত। আর/০৭:১৪/২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sRw28r
June 21, 2017 at 01:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top