সিডনি, ২৬ জুন- মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর ধর্মীয় মর্যাদা ও বিপুল আনন্দ-উৎসবে আজ সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে উদ্যাপিত হয়েছে। শীত শীত রৌদ্রোজ্জ্বল সকালে সিডনির বিভিন্ন উপশহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কয়েক স্থানে কয়েকবার জামাত অনুষ্ঠিত হয়। আজ এখানে সাধারণ কর্ম দিবস থাকায় খুব সকাল থেকেই জামাত শুরু হয়। লাকেম্বা স্ট্রিট ও ম্যাস্কাট পাবলিক স্কুলে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ১৫ মিনিটে। লাকেম্বা মাসালা, কোগ্রাহ মাসালা, রকডেল মসজিদ, সাউথ গ্র্যানভিল মসজিদ আল নূর, ব্যাংকসটাউন দাঁড় ইবনে আব্বাস, হক্সটনপার্ক বিলাল মসজিদ, গ্রিনভ্যালি মসজিদ, মিন্টো আল ফায়সাল ইসলামিক কলেজে জামাত অনুষ্ঠিত হয় ৭টা ৩০ মিনিটে। স্যারিহিলস মসজিদ, ব্ল্যাকটাউন ঈদগাহ মাঠ, লাকেম্বার প্যারিপার্ক কমপ্লেক্স, সেফটন মসজিদ, ম্যারিকভিল টাউন হল সেন্টার, অলিম্পিক পার্ক গ্রাউন্ড ও রুটিহিল মসজিদের কোনোটিতে ৮টায়, কোনোটিতে সাড়ে ৮টায় শেষ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া মাসালা ও মসজিদে অন্যান্য দেশ থেকে অভিবাসন নিয়ে আসা আরও কিছু মুসলিম নামাজ আদায় করেন। কয়েকটি ঈদের জামাতে অস্ট্রেলিয়ার জাতীয় রাজনীতিবিদসহ অন্যান্য সম্প্রদায়ের নেতা ও বিভিন্ন পেশাজীবী মানুষেরা শুভেচ্ছা বিনিময় করতে আসেন। লাকেম্বার প্যারিপার্ক কমপ্লেক্সে জাঁদরেল রাজনীতিবিদ, অস্ট্রেলিয়ার বিরোধী দলের অন্যতম মুখপাত্র এবং নাগরিকত্ব ও বহু সাংস্কৃতিক ছায়ামন্ত্রী টনি বার্ক, অস্ট্রেলিয়া ফেডারেল পার্লামেন্টের লাকেম্বার সাংসদ ও শিক্ষা ছায়ামন্ত্রী জিহাদ দিব শুভেচ্ছা বিনিময় করেন। ম্যাস্কাট পাবলিক স্কুলে ফেডারেল পার্লামেন্টের কিংসফোর্ড স্মিথ আসনের সাংসদ ম্যাট থিস্টলেথওয়েট উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের আগে থেকে পুরো রমজান জুড়েই উৎসবে মেতে উঠেছিল সিডনির কিছু অংশ। এর মাঝে লাকেম্বার বাংলাদেশি ইফতার বাজার ও আরবদের রাস্তাজুড়ে ভোররাত পর্যন্ত মুখরোচক খাবার-দাবার বেচাকেনা ইতিমধ্যে বিখ্যাত হয়ে উঠেছে। আজ ঈদের উৎসবের সঙ্গে সঙ্গে জমজমাট সেই আয়োজন শেষ হলো। অন্যদিকে, বাংলাদেশের মতোই আজ সারাদিন প্রবাসী বাংলাদেশিরা বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনের বাসায় বাসায় বেড়িয়েছেন, আড্ডায় মেতেছেন দীর্ঘ সময় নিয়ে। আবার কেউ কেউ বিভিন্ন পার্কে মিলিত হয়ে রান্না-বারবিকিউ করে খেয়ে-দেয়ে আনন্দ করেছেন পরিবার পরিজন নিয়ে। তবে বেশির ভাগ বাংলাদেশি আজ ঈদ করলেও কেউ কেউ গতকালও ঈদ করেছেন। নামাজ শেষে মুসল্লিরা নামাজ শেষে মুসল্লিরা একজন মুসল্লির সঙ্গে কোলাকুলি করছেন সাংসদ ম্যাট থিস্টলেথওয়েট ঈদের দিনের খাবার ঈদের দিনের খাবার আড্ডা আর/১০:১৪/২৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rUkvRp
June 27, 2017 at 05:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন