৯৩টি জীবনরক্ষাকারী ঔষুধ থেকে ভ্যাট প্রত্যাহার…।


সুরমা টাইমস ডেস্ক:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকজীবনরক্ষাকারী ৯৩টি ওষুধের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১২ জুন) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ওষুধ প্রশাসন অধিদফতর ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৫ বছরের জন্য স্বাস্থ্য খাতে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে ২০১৭-১৮ অর্থ বছরে জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। যা বিগত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।’তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের বরাদ্দের বেশিরভাগ অর্থই অবকাঠামো উন্নয়ন এবং যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হবে। দেশের সকল জেলা হাসপাতালে ৫ শয্যা বিশিষ্ট আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপন করা হবে। যার সুফল জনগণ ভোগ করবে। ফলে দেশের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। দেশে বর্তমানে চিকিৎসক ও টেকনোলজিস্টের সংকট রয়েছে। তবে নার্সের সংকট নেই। চিকিৎসকের সংকট মেটাতে আরও ডাক্তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দেশের সংক্রামক ব্যাধি অনেকটা নিয়ন্ত্রিত উল্লেখ করে তিনি বলেন, ‘তবে মাত্রাতিরিক্ত হারে অসংক্রামক রোগ বেড়েছে। এসব রোগ থেকে মুক্তি পেতে সচেতনতা বাড়াতে হবে।’
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মো. মোসাদ্দেক হোসেন, প্রশাসনের পরিচালক মো. গোলাম কিবরিয়া, মো. রুহুল আমিন প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sjG54Q

June 13, 2017 at 07:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top