ঢাকা, ১৩ জুনঃ দক্ষিণ-পূর্ব বাংলাদেশে প্রবল বৃষ্টিপাতের জেরে ধস নেমে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৭ জনের। পাহাড়ি জেলা রাঙামাটিতে ধসের নেমে মৃত্যু হয়েছে ৪৮ জনের। একইসঙ্গে চট্টোগ্রামে ২৩ জনের এবং বানদারবানে তিনজন শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
সূত্রের খবর, প্রবল বৃষ্টির জেরে গতকাল রাত থেকেই ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের দাক্ষিণের পার্বত্য এলাকাগুলি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী তরফে উদ্ধারকাজ চলছে।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rWcmOV
June 13, 2017 at 07:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন