ইসলামাবাদ, ২৯ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাক লড়াই নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া ও দুই দেশের সমর্থকরা, তখন টিম হোটেলের চেহারাটা ছিল বেশ শান্তিপূর্ণ৷ বিরাট কোহলির সঙ্গে শোয়েব মালিকদের লড়াইটা তো বাইশ গজে৷ মাঠের বাইরে তাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণই৷ পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের ছেলের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ভাইরাল হওয়া ছবিও সেই বার্তাই দিয়েছিল৷ এবার সেই ছবির নেপথ্যের কাহিনি শোনালেন খোদ সরফরাজ৷ সাবেক ভারত অধিনায়কের কোলে সরফরাজের ছোট্ট ছেলে আবদুল্লা৷ ভারত-পাক মহারণের আগে ভাইরাল হয়েছিল সেই ছবি৷ চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের সন্তানকে কাছে টেনে নেওয়ায় পাকিস্তানিদের মনও জয় করেছিলেন মাহি৷ সম্প্রতি এক পাক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফাইনালের আগের দিনের সেই ঘটনার কথা জানালেন অধিনায়ক সরফরাজ৷ বললেন, টিম হোটেলে আমরা একে অপরের কাছাকাছিই ছিলাম৷ আমি পরিবারের সঙ্গে হোটেলের লবিতে বসেছিলাম৷ তখনই দেখি ধোনি আসছেন৷ আমিই সঙ্গে সঙ্গে তাঁর কাছে যাই৷ তখনই আবদুল্লাকে কোলে নিয়ে ছবি তোলেন তিনি৷ ধোনি একজন বড়মাপের ক্রিকেটার, বড়মাপের অধিনায়কও৷ ওঁর কোলে ওঠার সৌভাগ্য হল আবদুল্লার৷ ওর জন্যও দারুণ একটা স্মৃতি থেকে গেল৷ বড় হয়ে জানবে কী ভাল মুহূর্ত ছিল ওটা৷ আন্ডারডগ হিসেবেই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছিল পাকিস্তান৷ তারপর ধীরে ধীরে পালটে যায় ছবিটা৷ বাকিটা ইতিহাস৷ ভারতকে পরাস্ত করলেও ভারতীয় ক্রিকেটারের প্রতি তার সম্মান রয়েছে পুরোমাত্রায়৷ আর এখানেই সফল স্পোর্টসম্যান স্পিরিট৷ ওই ছবির মধ্যে দিয়েই সরফরাজ যেন ধোনির কাছে চিরকৃতজ্ঞ থেকে গেলেন৷ আর/০৭:১৪/২৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tqIz2N
June 29, 2017 at 02:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top