নয়া দিল্লী, ২৯ জুন- ক্রিকেটের কোনও ব্যাকগ্রাউন্ড নেই।ক্রিকেটের সঙ্গে কোনও যোগাযোগও নেই, অথচ ভারতীয় বোর্ডের কাছে নিজের সিভি পাঠিয়ে কোচ পদের জন্য আবেদন করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নামের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কেন ভারতীয় দলের কোচ হতে চান? জানিয়েছেন, কোহলিকে শায়েস্তা করতেই ওই পদের জন্য আবেদন করেছেন তিনি। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বলেন, অহংকারী বিরাটকে সোজা পথে নিয়ে আসতেই আমি কোচ হত চাই । উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বর্তমানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করছেন। বিসিসিআইকে পাঠানো সিভিতে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী লিখেছেন, কিংবদন্তী ক্রিকেটার অনিল কুম্বলের পদত্যাগের পরই আমি সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় দলের কোচ পদের জন্য আবেদন করব। আমার মনে হয় অধিনায়ক বিরাট কোহলির কোনও কিংবদন্তী কোচের প্রয়োজন নেই। ক্রিকেট উপদেষ্টা কমিটি যদি আবারও কোনও কিংবদন্তী ক্রিকেটারকে কোচ পদের জন্য বেছে নেয় তাহলে তার পরিণতিও অনিল কুম্বলের মতই হবে। অবশ্য উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর সিভিকে শর্টলিস্টই করেনি বিসিসিআই। মনে করা হচ্ছে, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীই হচ্ছেন অনিল কুম্বলের উত্তরসূরি। আর/০৭:১৪/২৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tmHPuC
June 29, 2017 at 02:26PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন