ম্যানচেস্টার, ১৬ জুন- গত ২২ মে মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রিন্ডের কনসার্টে সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় প্রাণ হারান ২২ জন। আহত হন অসংখ্য। হতাহতদের সাহায্যে ও নিহতদের স্মরণ করতে আবারও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ফিরে গিয়েছিলেন আরিয়ানা। তাই দেখে ভালোবাসার প্রতিদান দিলো ম্যানচেস্টার সরকার। সম্প্রতি আরিয়ানাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টারের সিটি কাউন্সিল। ম্যানচেস্টার সিটি কাউন্সিলের প্রধান স্যার রিচার্ড লিজ বলেন, ম্যানচেস্টারবাসী এরই মধ্যে আরিয়ানাকে তাদের নিজের মানুষ হিসেবেই ভাবতে শুরু করেছে। আমরা তার অবদানকে স্বীকৃতি দিতে চাই। ম্যানচেস্টারবাসী আপন করে নিতে চান আরিয়ানাকে। তিনি এখন থেকে এখানকার বৈধ নাগরিক। তবে কেবল আরিয়ানাকেই নয়, ম্যানচেস্টার শহরের জন্য অবদান রেখেছেন, এমন বিদেশীদের ঘটা করে সম্মাননা জানানোর কথা ভাবছে সিটি কাউন্সিল। সেদিন ম্যানচেস্টারের আরিয়ানার কনসাঁর্ট শেষে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয় এছাড়া আহত হয় আরও শতাধিক। হামলার মাত্র কয়েকদিন পর আরিয়ানা ম্যানচেস্টারে বিশ্বের বড় বড় সব সংগীত তারকাকে নিয়ে আয়োজন করেন ওয়ান লাভ কনসার্ট। আহতদের দেখতে ছুটে যান হাসপাতালে। বলা যায়, ম্যানচেস্টার বাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন আরিয়ানা। সূত্র: ডেকান ক্রনিকলস আর/১২:১৪/১৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sxgshV
June 16, 2017 at 06:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন