নিজ্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বুধবার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অতি বৃষ্টির কারনে পাহাড় ধসে যাওয়া ঝুঁকিপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনা মূলক মাইকিং ও সরেজমিন পরিদর্শন করেন।
মঙ্গলবার ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙ্গামাটি, চট্রগ্রাম ও বান্দরবানের বিভিন্ন এলাকায় মৃত্যুর খবর পাওয়ার যায়। এর পরিপ্রেক্ষিতে জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মাইকিং ও সদর জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ পাহাড় ও টিলার দুর্গতদের নিরাপদ স্থানে সরাতে সরেজমিন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন, আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, ইউপি সদস্যা সৈয়দা রওশন আরা খানম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিশ্বজিৎ দত্ত প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s5JwvI
June 16, 2017 at 12:23AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন