কৃষক বিক্ষোভে ফের উত্তপ্ত মান্দসৌর

ভোপাল, ৭ জুনঃ মধ্যপ্রদেশের মন্দসৌরে ৫ কৃষকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা রাজ্যেজুড়ে। প্রশাসন কিছু কিছু জায়গায় কার্ফু জারি করে মঙ্গলবারের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আজ সকাল থেকে নতুন করে পরিস্থিতি বিগড়ে যায়। আন্দোলনকারীদের বোঝাতে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়ে নিগৃহীত হন জেলাশাসক। সরকারি আধিকারিকদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুজব ছড়ানোর আশঙ্কায় মন্দসৌর, রতলাম, নিমাচ এলাকায় মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এদিকে, জেলা প্রশাসন আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী দাবি করছিলেন যে, কৃষকরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বিজেপি-পন্থী ভারতীয় কিষাণ সংঘ (বিকেএস)-এর সঙ্গে গত রবিবার ও সোমবার দু দফা আলোচনা করেন। কিন্তু তারপরও আন্দোলনের চেহারা দেখে অনুমান, বিক্ষুব্ধ কৃষকদের ওপর বিকেএস-এর প্রভাব খুব একটা ছিল না।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আহতদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।
ফসলের ন্যায্যমূল্য ও ঋণ মকুবের দাবিতে মধ্যপ্রদেশে গত কয়েকদিন ধরেই চলছে কৃষক বিক্ষোভ।

মুখ্যমন্ত্রী কৃষকদের এভাবে হিংসা ছড়ানোর দায় চাপিয়েছেন বিরোধীদের ওপর। সম্পূর্ণ বিষয়টি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s2GUQ8

June 07, 2017 at 01:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top