টরন্টো, ৬ জুন- চলতি বছর মহাসমারোহে কানাডার ১৫০তম জন্মজয়ন্তি উদযাপিত হতে যাচ্ছে। কানাডার বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলাদেশীরাও নিজ নিজ শহরে বিভিন্ন সংগঠনের উদ্যোগ দিবসটি উদযাপনের জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছে। টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থ এন্ড ভিক্টোরিয়া পার্কের ডেন্টোনিয়া পার্কের ময়দানে বিশাল আয়োজন করতে যাচ্ছে কানাডা-বাংলাদেশ ফ্যাষ্টিভেল কমিটি। এ উপলক্ষে গত রোববার স্থানীয় লিজিওন হল অডিটোরিয়ামে কানাডা বাংলাদেশ ফ্যাষ্টিভেল কমিটি আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের লোগো উন্মোচন করে। একই সাথে এদিন আয়োজক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির কনভেনর হচ্ছেন সৈয়দ শামসুল আলম, জয়েন কনভেনার মোহাম্মদ জহিরুল ইসলাম জিন্নাহ, সেক্রেটারি কফিল উদ্দিন পারভেজ, ট্রেজারার কাজি সাকি। সদস্যবৃন্দ হচ্ছেন- খোকন আব্বাস (চেয়ার প্রোগ্রাম), ড. মাহবুব রেজা, দেওয়ান আজিম (চেয়ার, কমিউনিটি আউটরিচ), খন্দকার রাশেদ হাসান বাবু (চেয়ার, সিকুউরিটি এন্ড সেফটি), আলি মোহাম্মদ ইয়াসির (চেয়ার, ফাইন্যান্স), সোহেল খায়ের (চেয়ার, লজিষ্টিকস) এবং সেবু চৌধুরি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়ারুল কবির, ড. মাহবুব রেজা, সৈয়দ শামসুল আলম, সংগীত শিল্পী সজীব, ম্যাক আজাদ, সুলতানা জাহাঙ্গির ও তানভীর শাহনেওয়াজ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন-বনাঙ্কুর, রিজওয়ান ও সায়ান। উল্লেখ্য, এ আয়োজনকে সাফল্যমন্ডিত করতে কানাডা সরকার ৫০ হাজার ডলার অনুদান দিয়েছে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rTwtNW
June 07, 2017 at 05:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন