কেপটাউন, ২৭ জুন- ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলকে নেতৃত্ব দেবেন ফ্যাফ ডু প্লেসি। প্রোটিয়া দলে নতুন মুখ তিনটি। উইকেটকিপার-ওপেনিং ব্যাটসম্যান হেইনো কুন, তরুণ ব্যাটসম্যান এইডেন মার্করাম ও অলরাউন্ডার আন্দিল ফেহলুকওয়ায়ো। বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে থাকা স্টিফেন কুক, ওয়েইন পারনেল, ডেন পিয়েট এবং হেইনরিখ ক্লাসেন। এই দলে নেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের বর্তমান সময়ের দুই বড় তারকা, ডেল স্টেইন ও এবি ডি ভিলিয়ার্স। কাঁধের চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি ফাস্ট বোলার স্টেইন। আর আপাতত টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে রেখেছেন মিস্টার ৩৬০ ডিগ্রি ক্রিকেটার ডি ভিলিয়ার্স। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে লর্ডসে, ৬ জুলাই থেকে। তবে প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় থাকা অধিনায়ক ডু প্লেসি সে ম্যাচে নাও খেলতে পারেন। তিনি না খেললে দলকে নেতৃত্ব দেবেন ওপেনিং ব্যাটসম্যান ডিন এলগার। টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে তিনিই অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড : ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), জেপি ডুমিনি, ডিন এলগার, হেইনো কুন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মর্নে মরকেল, ক্রিস মরিস, ডুয়ানে অলিভিয়ের, আন্দিল ফেহলুকওয়ায়ো, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা। আর/০৭:১৪/২৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tPxHIT
June 27, 2017 at 02:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন