মুম্বাই, ১২ জুন- ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের শুরু থেকেই শাহরুখ খান নামটি জড়িয়ে ক্রিকেটের সঙ্গে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। এরপর আরো একটি ফ্র্যাঞ্চাইজি কিনেছেন কিং খান। ক্যারিবিয়ান টি-টুয়েন্টি লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিকানাতেও বড় অংশ আছে তার। শোনা যাচ্ছে নিজের ক্রিকেট বানিজ্যের সীমানা এবার আরো একটু বাড়াতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ। দক্ষিণ আফ্রিকা টি-টুয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে তৎপরতা চালাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিরর তাদের প্রতিবেদনে জানাচ্ছে, দক্ষিণ আফ্রিকান ফ্রাঞ্চাইজি মালিক হতে চান শাহরুখ খান। জোহানেজবার্গ ও কেপটাউন ক্লাবের মালিকানা কিনতে ইচ্ছুক কিং খান। এ কারণে শাহরুখ একজন প্রতিনিধি দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছেন বলে খবর। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড প্রথম টায়ারের শহরগুলোর জন্য ৫০ মিলিয়ন ডলার মূল্য বেধে দিয়েছে। দ্বিতীয় টায়ারের দলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ মিলিয়ন ডলার। শুধু শাহরুখ খানই যে ফ্র্যাঞ্চাইজি কেনার পেছনে ছুটছেন তা নয়। দক্ষিণ আফ্রিকার বাইরে আরো বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে এই দৌড়ে। শাহরুখ খান ছাড়া যেখানে রয়েছে আরো ভারতীয় ব্যাবসায়ীও। ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর ও বিসিসিআইয়ের সাবেক প্রধান এন শ্রীনিবাসনও এই দৌড়ে ছিলেন বলে জানা গেছে। আর/১৭:১৪/১২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rgzuZD
June 12, 2017 at 01:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন