মাদ্রিদ, ১২ জুন- আবারও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করলেন রাফায়েল নাদাল। রোববার ফাইনালে স্টানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে নির্দিষ্ট কোনো গ্র্যান্ডস্লামের দশম শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন স্প্যানিশ এই টেনিস সুপারস্টার। সেইসঙ্গে ১৫তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ নিলেন নাদাল। ক্লে কোর্টের রাজা হিসেবে বিবেচিত রাফায়েল নাদাল। এ মৌসুমে দুর্দান্ত খেলছেন তিনি। তারপরও প্রতিপক্ষ যেহেতু ভাভরিঙ্কা, তাই কিছুটা ভয় ছিলো নাদালের ভক্তদের। কেননা মেজর টুর্নামেন্টের ফাইনালে যে এর আগে কখনো হারেননি সুইস তারকা ভাভরিঙ্কা। তিনটি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে তিনটিতেই চ্যাম্পিয়ন হন তিনি। তবে রোববার রাফায়েল নাদাল পাত্তাই দিলেন না ভাভরিঙ্কাকে। নাদাল এদিন ৬-২, ৬-৩ এবং ৬-১ সরাসরি গেমে ভাভরিঙ্কাকে হারিয়ে দশম শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করেন। ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনের মিশন শুরু করেন নাদাল। ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত আবার টানা পাঁচবার প্যারিসের এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন এই স্প্যানিয়ার্ড। দুই বছর পর আবারও শিরোপাটাকে নিজের শো-কেসে তুললেন বিশ্ব টেনিস র্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rfYu3m
June 12, 2017 at 02:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top