মুম্বাই, ২১ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। সেই হারকে পেছনে ফেলে এখন থেকেই ২০১৯ বিশ্বকাপ নিয়ে ভাবছে ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। আর ২০১৯ বিশ্বকাপের ভাবনায় প্রথমেই প্রশ্ন ওঠছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিং এর ভূমিকা নিয়ে। আর সে প্রশ্ন যেমন-তেমন কেউ নয়, করেছেন রাহুল দ্রাবিড়। ৩৫ বছরের ধোনি ও যুবরাজ নির্বাচকদের অটো পছন্দের কারণে অনেক প্রতিভাবান তরুণরাই দলে আসতে পারছেন না, এমনটাই অভিযোগ ভারতের সাবেক অধিনায়ক দ্রাবিড়ের। এদের দলে আদৌ কোনো প্রয়োজন আছে কিনা সেটা নির্বাচকদের আবারও ভেবে দেখতে বলছেন ভারত যুব দলের এই কোচ। এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, ভারতীয় ক্রিকেটের রোড ম্যাপ হিসেবে তারা কী দেখছেন এবং এই রোড ম্যাপে এই দুজন কোথায়, কীভাবে রয়েছেন, এটা এখন থেকেই ভেবে রাখা খুব গুরুত্বপূর্ণ। দুজনেরই কি জায়গা রয়েছে দলে? নাকি যে কোনো একজনের জায়গা হতে পারে? নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট তা এখনই ভেবে দেখুক। ২০১৯ সালের জুন মাসে বিশ্বকাপ। এই দুবছরেই বিশ্বকাপ প্রস্তুতির রূপরেখা তৈরি করে নেওয়া উচিত বলে মনে করেন দ্য ওয়াল খ্যাত দ্রাবিড়। তার ভাষ্যমতে, এই দুজনকে দলে রাখার আগে আমাদের দেশে যে সব তরুণ প্রতিভা রয়েছে, তাদের একবার দেখে নেওয়া ভাল কি না তা ভেবে দেখুন নির্বাচকরা। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি দুই ইনিংসে ব্যাট করে ৬৭ রান করেন, যার একটিতে ছিল ৬৩। যুবরাজ চার ইনিংসে করেন ১০৫ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলে আছেন ধোনি ও যুবরাজ। এই সফরে নতুনদের দেখে নেওয়া উচিত বলেই মনে করেন ভারতের যুব দলের কোচ। দ্রাবিড় বলেন, পুরো দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গেলেও আশা করি টিম ম্যানেজমেন্ট কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। না হলে এক বছর পর হয়তো তাদের বলতে হতে পারে, কাউকে সুযোগ দেওয়া হয়নি বলে আমাদের হাতে এর চেয়ে ভালো দল নেই। বরং তাদের জন্য এটা বলা ভালো যে, অনেককেই সুযোগ দিয়ে দেখেছি, তাদের চেয়ে যুবরাজ ও ধোনিই ফিট। আর/১৭:১৪/২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sTcTms
June 22, 2017 at 01:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top