কেপ টাউন, ২১ জুন- ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি লর্ডস টেস্ট থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিলেন দক্ষিণ আফ্রিকার টেষ্ট অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রী ইমারির পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সন্তানের সম্ভাব্য জন্ম জুলাইয়ের প্রথম সপ্তাহে। সময়টা পেছাতেও পারে। তাই কোনো ঝুঁকি নিতে রাজি নন ডু প্লেসি। যে কারণে ছয় জুলাই থেকে শুরু হওয়া লর্ডস টেস্ট থেকেও নিজেকে সড়িয়ে নিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এ প্রসঙ্গে সোমবার ডু প্লেসি বলেন, সততার সঙ্গেই বলছি, আমি কিছুটা বিচলিত। এখন সন্তান কবে আসবে তার অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রী মনে করছেন সবকিছু স্বাভাবিকভাবেই হবে। তবে সময় কিছুটা বেশি লাগতে পারে। প্রথম ম্যাচের সময়টাতেই ওই অপেক্ষা শেষ হতে পারে। ২০১৬ সালের আগষ্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়কত্ব শুরু করেন ডু প্লেসি। এরপর অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের সিরিজ জয়ের স্বাদ দেন ডু প্লেসি। তার নেতৃত্বে এখন পর্যন্ত ১১ টেস্টে ৭টি জয়, ১টি হার ও ৩টি ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসি দলে না থাকায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটসম্যান হিসেবে থেউনিস ডি ব্রুইনের নাম ভাবা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্লাব হ্যামিলটনের হয়ে তিন নম্বরে নিয়মিত খেলে যাচ্ছেন ব্রুইন। তবে প্রথম টেস্টে অধিনায়ক কে হবেন সে ব্যাপারে এখনও কিছুই জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। প্রথম নাম হিসেবে হাশিম আমলাকেই ভাবা হচ্ছে। ১৮ মাস আগে দায়িত্ব ছাড়ার আগে ১৪ টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন আমলা। তার পাশাপাশি অভিজ্ঞ ব্যাটসম্যান ডিন এলগার ও জেপি ডুমিনির নামও অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা দলের এটা দ্বিতীয় ইংল্যান্ড সফর সেখান থেকে কোনো ক্রিকেটার বাবা হওয়ার অপেক্ষায় নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে ২০১২ সালে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও প্রথম টেস্টের আগে দেশে ফিরে গিয়েছিলেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tsstmb
June 22, 2017 at 01:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top