ঢাকা, ২১ জুন- দিকে দিকে চিকুনগুনিয়ার প্রকোপ! প্রতিদিনই আক্রান্ত হচ্ছে কোনো কোনো ব্যক্তি। আবাল-বৃদ্ধ-বনিতা বাদ পড়ছে না কেউই। তারকাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। গতকাল খবর পাওয়া গিয়েছে সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা আক্রান্ত হয়েছেন চলতি সময়ের এই রোগে। আজ খবর পাওয়া গেল- এই রোগে পতিত হয়েছেন অভিনেতা আহসানুল হকও। আক্রান্ত অবস্থায় তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন- চিকুনগুনিয়ার পর এই অবস্থা.. আল্লাহ এই অসুখ থেকে সবাইকে মুক্তি দিন....আমিন। আর/১৭:১৪/২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sPIqF6
June 22, 2017 at 01:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top