নয়াদিল্লী, ২১ জুন- দীর্ঘদিন ধরে চলা ভারতের অধিনায়ক-কোচ দ্বন্ধের জেড়েই অবশেষে প্রধান কোচের পদ ছাড়লেন কোচ অনিল কুম্বলে। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশে দেশ ছেড়েছেন বিরাট কোহলিরা। কুম্বলের পদ ছাড়ার পরপরই আলোচনায় এসেছে নতুন কোচ কে হবেন? অনেকের মতেই, এ তালিকায় এগিয়ে আছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল হার নিয়ে দেশে ফিরেছিলেন কোহলিরা। দীর্ঘদিন থেকে চলে আসা কোচ-অধিনায়ক দ্বন্ধ পিছু ছাড়েনি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়েই। অধিনায়ক বিরাট কোহলি এক কথায় জানিয়ে দিয়েছিলেন কোচ কুম্বলেকে তাদের পছন্দ নয়। দেশে ফেরার মাত্র তিন দিন পরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচকে ছাড়াই উড়াল দিয়েছে ভারতীয় দল। এ অবস্থায় কে হতে পারেন পরবর্তী কোচ, এই প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেট জুড়ে। সাবেক ভারতীয় ক্রিকেটার নিখিল চোপড়া মনে করেন, কুম্বলে সড়ে যাওয়ায় প্রধান কোচের পদ অনিশ্চিত হয়ে পড়েছে, তবে এই পদের জন্য ব্যাটিং কিংবদন্তী শেবাগকেই এগিয়ে রাখছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ বিষয়ে কথা বলেছেন তিনি। নিখিল চোপড়া বলেন, আমি জানি না এর ভিতরে আরও কিছু আছে কি না, তবে এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। এমন সময় কুম্বলে সড়ে যাওয়ায় বীরেন্দ্র শেবাগই এগিয়ে থাকবে। আমি জানি না কতজন আবেদন করেছেন এই পদে, তবে আমি শেবাগকেই চাইছি। অনিল কুম্বলে সব সময় কঠোর পরিশ্রমী এবং কাজের ব্যাপারে নীতি মেনে চলে। তিনি এমন একজন মানুষ যিনি সামনাসামনি এবং সত্য কথা বলেন। শেবাগের সঙ্গে দীর্ঘ দিন এক সাথে খেলেছেন নিখিল চোপড়া। তাই শেবাগ সম্পর্কেও তার ধারণা স্পস্ট। শেবাগও ঠিক এমনই। তিনিও সোজাসাপ্টা কথা বলেন এবং সৎ। অনেক সময় মুখের উপরেই সত্যটা বলে দেন। যদি ভারতীয় ক্রিকেটকে সামনে নিতে চান, তবে তাকেই দরকার। বর্তমানে আমাদের খুব কঠিন সময় যাচ্ছে। যদি আমরা ২০১৯ সালের বিশ্বকাপের কথা এখনই চিন্তা করি তবে অভিজ্ঞ কাউকেই এখন থেকে ডাকা উচিত, বলেন নিখিল। মাত্র দুই লাইনের জীবন বৃত্তান্ত দিয়ে বেশ সমালোচনায় পড়লেও সম্ভাব্য কোচের তালিকায় যে শেবাগই এগিয়ে আছেন তাতে সন্দেহ নেই। তবে তার প্রতিদন্দ্বিরাও কম অভিজ্ঞ নন। সে তালিকায় আছেন ডোড্ডা গণেশ, টম মুডি, রিচার্ড পাইবাস ও লালচান রাজপুত।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sTadFp
June 22, 2017 at 01:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন