টোকিও, ২১ জুন- এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বকে সামনে রেখে জাপান সফরে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। কিন্তু তাদের জাপান সফর শুরু হয়েছে হার দিয়ে। জাপানে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সাকাই একাডেমির বিপক্ষে ৪-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার ওসাকার সাকাই একাডেমি মাঠে সাকাই একাডেমি দলের মুখোমুখি হয়েছিলো কৃষ্ণারা। স্বাগতিকদের বিপক্ষে ১-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গী হয়েছে পরাজয়। সাকাই একাডেমি দলের হয়ে হাসনো কুরকি দুটি, কাতা হাওয়া এবং মানাকা একটি করে গোল করেন। বাংলাদেশের পক্ষে একটি করে গোলের দেখা পেয়েছেন সিরাত জাহান স্বপ্না ও মারজিয়া। ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম গোল করে দলকে এগিয়ে দেন হাসনো কুরকি। ৪২ মিনিটেই বাংলাদেশকে সমতায় ফেরান স্বপ্না। ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও এগিয়ে যায় সাকাই একাডেমি। গোল করেন স্বাগতিক দলের কাতা গাওয়া। এবারও সমতায় ফিরতে বেশি সময় নেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। ৫৫ মিনিটে মারজিয়ার করা গোলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। এরপর বাংলাদেশের জালে পরপর দুবার বল জড়ান স্বাগতিকরা। ৬৭ মিনিটে প্রথম গোল করা হাসনোর পায়ে তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। ৮০ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন মানাকা। এই দুই গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকাই একাডেমি দল। জাপান সফরে অনুশীলনের পাশাপাশি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশি মেয়েরা। বুধবার (২১ জুন) ওসাকা কাইসেই হাই স্কুলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ও শুক্রবার (২৩ জুন) সাকাই একাডেমির বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে স্বপ্না-কৃষ্ণা-মারিয়ারা। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দ্বিতীয়বারের মতো জাপান সফরে গেছে কৃষ্ণা-স্বপ্নারা। এর আগে সিঙ্গাপুর ও চীনে প্রস্তুতিমূলক সফর করেছে বাংলাদেশি মেয়েরা। জাপান থেকে ফিরে জুলাই-আগষ্টে দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম সফর করার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের। আর/১৭:১৪/২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tsuqyJ
June 22, 2017 at 01:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top