জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে কঠোর নিরাপওা ব্যাবস্তা, জিন্দাবাজার এলাকাকে এড়িয়ে চলার সিদ্ধান্ত।


নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আগামী রোববার (২৫ জুন) থেকে শুরু হচ্ছে।

রথযাত্রায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনিক উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২০ জুন) সিলেটে প্রশাসন ও রথযাত্রা আয়োজকদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার এলাকাকে বাদ দিয়ে নগরীর অন্যান্য এলাকায় রথযাত্রা পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

ইদকে কেন্দ্র করে রমজানের শেষ সময়ে ব্যস্ত হয়ে ওঠা জিন্দাবাজার এলাকাকে এড়িয়ে চলতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

তিনি বলেন, প্রথাগতভাবেই বিকাল ৩টায় বিভিন্ন জায়গা থেকে রথ এসে নগরীর রিকাবীবাজারে একত্রিত হয়ে পরে একসাথে বিকাল ৫টায় রথযাত্রা শুরু হবে।

রজত কান্তি গুপ্ত জানান, রথযাত্রায় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে বলে যে বিষয়টি প্রচারিত হচ্ছে, তা ঠিক নয়; বরং শব্দ নিয়ন্ত্রিত রেখে মাইক ব্যবহারের ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, রথযাত্রার সময় সবধরণের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রথযাত্রায় মাইক নিষিদ্ধ করা হয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে এ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে জেদান আল মুসা বলেন, এটা সঠিক নয়।

তিনি জানান, মঙ্গলবারের বৈঠকে প্রশাসন ও আয়োজকদের আলোচনার ভিত্তিতেই নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে রথযাত্রা আয়োজনের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় এবং মাইক নিষিদ্ধ করার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয় নি।

আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উৎসব শেষ হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tsS0f0

June 21, 2017 at 07:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top