শিলিগুড়ি, ২৬ জুনঃ প্রতিদিন বদলাবে পেট্রোল-ডিজেলের দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এমন নির্দেশিকায় ক্ষতি হচ্ছে ব্যবসার। এমন অভিযোগ তুলে আগামী বুধবার উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্প ২৪ ঘণ্টা বন্ধ রাখার কথা ঘোষণা করল নর্থবেঙ্গল পেট্রোল ডিলারস অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সাধারণ সভার সবাপতি আনন্দ মোরে বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিদিন দাম বদলের নীতির ফলে আমাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই নীতি বদলের দাবিতে আমরা বুধবার নো পারচেজ নো সেল দিবস পালন করব। ওইদিন উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্প ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rU8EmB
June 26, 2017 at 11:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন