চা শিল্পে ধর্মঘটে ব্যাপক সাড়া

ডুয়ার্সব্যুরো, ১২ জুনঃ জয়েন্ট ফোরামের ডাকা দু-দিনের চা শিল্প ও সাধরণ ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ল তরাই, ডুয়ার্স ও পাহাড়ের চা বাগানগুলিতে। এদিন উত্তরবঙ্গের ৯০ শতাংশের বেশি বাগানেই কাজ হয়নি। পাহাড়ের সব বাগানই বন্ধ ছিল। তবে, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন নিয়ন্ত্রিত বাগানগুলিতে কাজ হয়েছে। জলপাইগুড়ির করলাভ্যালি চা বাগানে পুলিশ জোর করে পিকেটারদের সরিয়ে ঝান্ডা খুলতে গেলে সামান্য উত্তেজনা দেখা দেয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পিকেটাররা। পরে তারা করলাভ্যালি বাগানে বড়ো মিছিলও করে।

মোর্চার পাহাড় বন্‌ধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার মতোই চা ধর্মঘটকেও বেআইনি ঘোষণা করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তর থেকে সার্কুলার দিয়ে ওই ধর্মঘটরে বেআইনি বলে জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও ন্যূনতম মজুরি চুক্তির দাবিতে জয়েন্ট ফোরামের ডাকা এদিন চা শিল্পে সাধারণ ধর্মঘটে প্রায় সর্বাত্মক প্রভাব পড়েছ বাগানগুলিতে। আগামীকাল, মঙ্গলবারও চা অধ্যুষিত উত্তরবঙ্গের চার জেলায় সর্বাত্মর ধর্মঘটের প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sSzXyg

June 12, 2017 at 10:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top