টিলাগড়ে ‘চাঁদা না পেয়ে’ দোকান কর্মচারীকে ছুরিকাহত করলেন ছাত্রলীগ নেতারা

সুরমা টাইমস ডেস্কঃ নগরীর টিলাগড়ে চাঁদা না পেয়ে এক দোকান কর্মচারীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। রানা মিয়া (২৫) নামের ওই কর্মচারীকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে টিলাগড়ের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। তবে হামলার সাথে সম্পৃক্ততা অস্বীকার করেছেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গণমআধ্যমকে বলেন, টিলাগড়ের একটি রেস্টুরেন্টে জিলাপী কিনতে যান ছাত্রলীগ নেতারা। এসময় কথাকাটাকাটির জের ধরে রানাকে ছুরিকাঘাত করা হয়।
ছুরিকাঘাতকারীদের আটকের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
তবে টিলাগড়ের ওই রেস্টুরেন্টটির মালিক কালাম মিয়া বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আমাদের কাছে চাঁদা দাবি করে। আজ তারা চাঁদা নিতে হোটেলে আসে। চাঁদা না দেওয়ায় দোকানের কর্মচারী রানার উপর তারা হামলা চালায়। রানার নিতম্বে ছুরিকাঘাতে গুরুতর আহত করে তারা।’
তিনি বলেন, ‘রানাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তবে ঘটনাস্থলে উপস্থিত জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন, আমরা কাউকে ছুরিকাঘাত করিনি। স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন দোকানে পণ্য কিনতে গেলে ওই দোকানের মালিক কালাম মিয়া ও কর্মচারী রানা মিয়া তাকে মারধর করে। এ বিষয়টি শুনে আমরা ওই দোকানে যাই আমরা। সেখানে বেশ কিছু সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ভীড়ের মধ্যে পেছন থেকে রানাকে কে ছুরিকাঘাত করেছে, তা আমরা জানি না। কোন চাঁদা দাবির ঘটনাও ঘটেনি।’
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রথমে দোকানের ঐ কর্মচারীর সাথে একজনের বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি সমাধানে ঐ ব্যক্তি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে ঘটনাস্থলে নিয়ে আসেন। সমাধানের এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rdurrp

June 01, 2017 at 08:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top