ট্যাংকার বিস্ফোরণে ঝলসে গেল ১২০ জন

ইসলামাবাদ. ২৫ জুনঃ রবিবার ভোরে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বাহওয়ালপুর শহরে একটি তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে অন্তত ১২০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৬ জনেরও বেশি। পাকিস্তান রেডিও সূত্রে খবর, তেল বোঝাই ট্যাংকারটি উলটে যাওয়ার পরই সেখান থেকে তেল ছড়িয়ে পড়ে রাস্তায়। মুহূর্তের মধ্যে কয়েকশ মানুষ জড়ো হয়ে যান সেই তেল সংগ্রহ করতে। ইতিমধ্যে আগুন ধরে যায় ট্যাংকারটিতে। কয়েক মিনিটের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে সেটিতে। আগুনে ঝলসে যান শ-খানেক মানুষ। আশপাশে থাকা ৬টি গাড়ি, ১২টি মোটর সাইকেলও পুড়ে যায়।

দুর্ঘটনার পরই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের এখনও হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ চলছে। তাঁদের জেলা সদর হাসপাতাল ও বাহওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন স্থানীয় প্রশাসনের কাছ থেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পঞ্জাব প্রভিনসিয়াল রেসকিউ সার্ভিস-এর ডিরেক্টর ডঃ রিজওয়ান নাসির জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এমন অনেক দেহ হাসপাতালে পাঠানো হয়েছে যাঁদের চেনার অবস্থা পর্যন্ত নেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t8Vwhy

June 25, 2017 at 12:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top