শিলিগুড়ি, ২৫ জুনঃ রবিবারও সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হলেন সিকিমের যাত্রীরা। তবে, গতকালের মতো এদিনও সালুগাড়া থেকে সিকিম নম্বরের ট্যাক্সি ও ছোটো গাড়ি যাত্রী নিয়ে সিকিম যাতায়াত করেছে। একটি বাসও যাত্রীদের নামিয়ে সালুগাড়া থেকে ফিরে গিয়েছে বলে খবর। তবে, অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে সিকিম নম্বরের গাড়িচালকরা দ্বিগুণ ভাড়া হাঁকছেন।
এদিন অবশ্য সমতলের চালকরা সালুগাড়া থেকে সিকিমের গাড়ি চলাচল নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভের পথে হাঁটেননি। ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড টুর অপারেটর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি সম্রাট সান্যাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আলোচনায় বসে এবং সকলের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ কর্মসূচি জানাব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sOPH68
June 25, 2017 at 12:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন