ব্যাটিং বিপর্যয়ে হার ভারতের

লন্ডন, ১৮ জুনঃ অপ্রত্যাশিত হার ভারতের। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৮০ রানে পরাজিত হল ভারত। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল পাকিস্তান। পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে ভারত ৩০.৩ ওভারে ১৫৮ রানে গুটিয়ে যায়। কোহলিদের ব্যর্থতার মাঝে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে রান আউট হয়ে যান তিনি। ফলে ভারতের আশা শেষ হয়ে যায়। তিন উইকেট নিয়ে শুরুতেই ভারতের আশা শেষ করে দেন মহম্মদ আমির। হাসান আলিও নিলেন তিন উইকেট।

আজ তৃতীয় বলেই আউট হয়ে যান রোহিত শর্মা (০)। তাঁকে এলবিডব্লু করেন আমির। এই বাঁ হাতি পেসারের বলেই ফেরেন অধিনায়ক বিরাট কোহলিও (৩)। স্লিপে সহজ ক্যাচ মিস হওয়ার পরের বলেই শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট। এরপর শিখর ধাওয়ান (২১) ফিরে যান। যুবরাজ সিংহকে (২২) ফেরান শাদাব খান। মহেন্দ্র সিংহ ধোনিকে (৪) আউট করেন হাসান। এরপর কেদার যাদবকেও (৯) ফেরান শাদাব। রবীন্দ্র জাদেজাকে (১৫) ফেরান জুনেইদ খান।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান করে ৪ উইকেটে ৩৩৮। শতরান করেন ফকর জামান (১১৪)। আজহার আলি ৫৯ করে রান আউট হন। ৫৭ রানে অপরাজিত থাকেন মহম্মদ হাফিজ। এদিন ম্যাচের শুরুটা দারুণ করেন পাকিস্তানের দুই ওপেনার। হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা হাঁকাতে গিয়ে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ফকর। শোয়েব মালিককে (১২) ফিরিয়ে দেন আজ ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। কেদার যাদবের বলে যুবরাজ সিংহের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম (৪৬)।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sp8O6p

June 18, 2017 at 11:09PM
18 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top